সাধারণভাবেই পোশাক নির্মাতা প্রতিষ্ঠান যখন কোন পোশাক তৈরির মডেল পরিকল্পনা করেন তখন তারা পোশাকটিকে যতটা সম্ভব সুন্দর ও আরামদায়ক ভাবে তৈরি করার চেষ্টা করে । কারণ কোন পোশাক তখনই মানুষের পছন্দের তালিকায় শীর্ষে পৌছায় যখন তার মধ্যে উল্লেখিত দুটি গুণাবলীই বিদ্যমান থাকে । পোশাকের সৌন্দর্য নির্ভর করে ভাল নকশার উপড় অন্যদিকে বিভিন্ন পরিস্থিতিতে দেহের বিভিন্ন অংশের প্রসারণকালে পোশাকের তাতে তাল মেলানোর ক্ষমতার উপড় নির্ভর করে পোশাকের আরামদায়ক গুন । এজন্য যেকোন পোশাক তৈরির সময় দেহের ভিন্ন ভিন্ন গতিময় অবস্থায় পর্যালোচনা করতে হয় । গবেষণায় উঠে এসেছে এমন কিছু বিষয় যেগুলো চামড়ার বিভিন্ন প্রসারণের সময়ে অনুকুল ভুমিকা রাখে ।
যেমন পোশাকের ফিটিং,পোশাকের পিচ্ছিলতা এবং পোশাকের কাপড়ের লম্বায়ন ক্ষমতা ।
Monday, 12 February 2018
পোশাক নির্মাতা প্রতিষ্ঠান যখন কোন পোশাক তৈরির মডেল পরিকল্পনা করেন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment