সময় থাকতেই নিজের পছন্দমতো পোশাকটি বানিয়ে ফেলুন।
পোশাক মানুষকে সাজায় আর পোশাক তৈরী করে দর্জি অর্থাৎ টেইলার্স শপ। পোশাকের মধ্যেই ফুটে ওঠে ব্যক্তির অভিরুচি ও ব্যক্তিত্ব। পরিপাটি ও সুন্দর পোশাক মনকে প্রফুল্ল রাখতে বিশেষ পারঙ্গম। মার্কেট থেকে রেডিমেড পোশাক ক্রয়ের ক্ষেত্রে নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। যেমন – রং, ডিজাইন, সাইজ প্রভৃতি ক্ষেত্রে নানা হেরফের হয়। যা যথেষ্ট বিড়ম্বনা সৃষ্টি করে। তাই নিজস্ব রং, ডিজাইন ও সাইজের পোশাক তৈরীর কথা ভাবলেই আমাদের টেইলার্সের ধরনা দিতে হয়। আর টেইলার্স সপগুলো তাদের রুচিশীল আধুনিক সৃজনশীল শক্তির মাধ্যমে গ্রাহকদের নিকট বিশেষ স্থান অর্জন করে নিয়েছে। টেইলার্সগুলোর মধ্যেও রয়েছে বিভাজন যেমন – লেডিস এন্ড জেন্টস, শুধুমাত্র জেন্টস ও শুধুমাত্র লেডিস। টেইলার্স গুলোতে ছেলেদের – শার্ট, প্যান্ট, স্যুট, ব্লেজার, সাফারী, শেরওয়ানী, পাঞ্জাবী আর মেয়েদের – সালোয়ার কামিজ, ব্লাউজ, পেটিকোট, বোরখা, লেহেঙ্গা তৈরী করা হয়ে থাকে। গ্রাহক কাপড় ক্রয় করে মাপ প্রদান করে পোশাক তৈরী করতে পারে। আবার চাইলে টেইলার্স থেকে পছন্দসই কাপড় ক্রয় করে পোশাক বানাতে পারেন। কেননা আজকাল অনেক টেইলার্সেই আলাদাভাবে ফেব্রিকস বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। সাধারণত ৭ দিনের মধ্যেই অর্ডারকৃত পোশাক সরবরাহ করে থাকে। এছাড়া জরুরি প্রয়োজনে ২৪ ঘন্টার মধ্যেও পোশাক ডেলিভারি দিয়ে থাকে। এজন্য মজুরী কিছুটা বেশি পড়ে। গ্রাহক চাইলে গ্রাহকের পছন্দসই বোতাম, সুতা, জিপার প্রভৃতিও পোশাকে ব্যবহার করা হয়। এজন্যও আলাদা মজুরী প্রদান করতে হয়। গ্রাহকের অর্ডারকৃত পোশাকের যদি কোনরূপ ক্ষতি সাধন হয় তাহলে টেইলার্স কর্তৃপক্ষ সেই পোশাকের ক্ষতিপূরণ দিয়ে থাকে।
যদি কোন কারণে অর্ডারকৃত পোশাকের কোন অংশ বাদ বা মাপের ক্ষেত্রে হেরফের হয় তাহলে সেই সমস্যা দূরীকরণের জন্য অল্টারের ব্যবস্থাও টেইলার্সে রয়েছে
জমজম টেইলাসে
প্রয়োজনে
01712757670
Monday, 12 February 2018
সময় থাকতেই নিজের পছন্দমতো পোশাকটি বানিয়ে ফেলুন জমজম টেইলাস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment