পোশাক মানুষকে সাজায় আর পোশাক তৈরী করে দর্জি অর্থাৎ টেইলার্স শপ। পোশাকের মধ্যেই ফুটে ওঠে ব্যক্তির অভিরুচি ও ব্যক্তিত্ব। পরিপাটি ও সুন্দর পোশাক মনকে প্রফুল্ল রাখতে বিশেষ পারঙ্গম।
মার্কেট থেকে রেডিমেড পোশাক ক্রয়ের ক্ষেত্রে নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। যেমন – রং, ডিজাইন, সাইজ প্রভৃতি ক্ষেত্রে নানা হেরফের হয়। যা যথেষ্ট বিড়ম্বনা সৃষ্টি করে। তাই নিজস্ব রং, ডিজাইন ও সাইজের পোশাক তৈরীর কথা ভাবলেই আমাদের টেইলার্সের ধরনা দিতে হয়। আর টেইলার্স সপগুলো তাদের রুচিশীল আধুনিক সৃজনশীল শক্তির মাধ্যমে গ্রাহকদের নিকট বিশেষ স্থান অর্জন করে নিয়েছে।
Tuesday, 20 February 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment