গজ কাপড় কিনে নিজে ডিজাইন করে জামা বানানোর শখ আমাদের সবারই কম বেশি আছে। আবার সিঙ্গেল কামিজ বা কুর্তার সাথে ওড়না বা স্কার্ফের রং নিয়ে একটু মাথা ঘামাতেই হয়। ঘুরে ফিরে একই রঙের কম্বিনেশন দেখা যায় আমাদের পোষাকে। আসুন জেনে নিই কোন রঙের সাথে কোন রং ম্যাচ করে।
সাদা- যেকোনো হালকা বা গাঢ় রঙের সাথেই এই রং বেশ মিলে যায়। সবচেয়ে ভালো কম্বিনেশন হলো নীল, কালো ও লাল।
বেইজ রং- নীল, বাদামি, এমারেল্ড সবুজ, কালো, লাল ও সাদা।
ধূসর/ গ্রে- এই রঙটি যেকোনো মুডি রঙের সাথে মিলে যেমন- ফুশিয়া, লাল, পার্পল, গোলাপি, নীল।
গোলাপি- গ্রে, সাদা, মিন্ট গ্রীন, জলপাই রং, টারকয়েজ, হালকা নীল।
ফুশিয়া (গাঢ় গোলাপি)- ধূসর, হলদে বাদামি, লাইম গ্রীন, মিন্ট গ্রীন, বাদামি।
লাল- হলুদ, সাদা, বাদামি, সবুজ, নীল ও কালো।
টোম্যাটো রেড- নীল, মিন্ট সবুজ, বিস্কিট রং (স্যান্ড কালার), ক্রিম-সাদা, ধূসর।
চেরি রেড- সাদা, কালো, হালকা গোলাপি।
বাদামি- উজ্জ্বল নীল, ক্রিম, গোলাপি, হলুদ, সবুজ, বেইজ।
হালকা বাদামি- হালকা হলুদ
Monday, 19 February 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment