দর্জির কৌশল
রংধনু আসরের শিশু-কিশোর বন্ধুরা, আমাদের অনেক অনেক আদর আর ভালবাসা নাও। তোমরা নিশ্চয়ই নতুন জামা-কাপড় বানানোর জন্য টেইলার্সে যাও। টেইলার্সে যিনি জামা-কাপড় সেলাই করেন তাকে টেইলার বলা হয়। এটি একটি সভ্য পেশা। সভ্যতার শুরু থেকেই এ পেশাটির গুরুত্ব ছিল,এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। টেইলার শব্দের বাংলা অর্থ হলো দর্জি। আগেকার দিনে এই দর্জিদেরকে খলিফাও বলা হতো। তবে ইসলামের পরিভাষায় খলিফা বলতে পৃথিবীর বুকে আল্লাহর প্রতিনিধিকে বোঝায়। বাংলাদেশে কিন্তু এখনো দর্জি অর্থে খলিফা শব্দটির প্রচলন আছে। তো খলিফা কিংবা দর্জি যাই বলা হোক না কেন সেলাই করাই ছিল তাদের কাজ। আজকাল তো বিভিন্ন ধরনের সেলাই মেশিনের সাহায্যে জামা কাপড় সেলাইয়ের কাজ হয়। কিন্তু আগেকার দিনে এসব মেশিন ছিল না। সে সময়কার দর্জিরা সুঁই সূতা দিয়ে হাতের সাহায্যে এফোঁড় ওফোঁড় করেই জামা কাপড় সেলাই করতো। তাই দ্রুত সেলাই করতে পারাটা সে সময়কার দর্জিদের একটা বড় গুণ হিসেবে বিবেচনা করা হতো।
Monday 12 February 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment